আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে গাইবান্ধায় আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(বৃহস্পতিবার) বিকেল ৩টায় এসকেএস ইন-এ এই প্রতিযোগিতার আয়োজন করে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব।
এতে প্রধান অতিথি ছিলেন রেডিও সারাবেলার উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির।

রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিত্যিক-সাংবাদিক আবু জাফর সাবু, কবি ও বাচিকশিল্পী অমিতাভ দাশ হিমুন। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড ক্লাবের আহবায়ক মনিরা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক আহবায়ক সেজুতি হাসান, সাহিদ হাসান ও জারিন তাসনিম বিপা।

তিনটি গ্রæপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার ৮৮ জন শিক্ষার্থী। এতে ‘ক’ গ্রæপে প্রথম স্থান অধিকার করেন- রওনক চৌহান মর্ম, দ্বিতীয়- অনির্তা কবির নিধি এবং তৃতীয় স্থান অধিকার করে- লাবিয়া দেওয়ান। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন- মুশফিক করিম, দ্বিতীয়- জোনাকী আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন- নাফিসা উপমা। এছাড়া ‘গ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে তন্দ্রিমা দেব তুলি, দ্বিতীয়- ঋতুমণি এবং তৃতীয় স্থান অধিকার করেন- সামিয়া জাহান।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন- কবি-বাচিকশিল্পী অমিতাভ দাশ হিমুন, কবি ও গবেষক ড. অদ্বিত্ব শাপলা এবং উপস্থাপক শাহরিয়ার পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সারাবেলা চাইল্ড ক্লাবের সদস্য সচিব রাদিত বোরহান ও গ্রন্থাগার সম্পাদক তানহা তাসফিয়া পূর্ণতা।

উল্ল্যে গাইবান্ধার দেড় শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে রেডিও সারাবেলায় শিশুদের লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান-শিশুআড্ডা, বির্তক অনুষ্ঠান-বাকযুদ্ধ এবং দক্ষিণ এশিয়ার প্রথম শিশু-কিশোর বিষয়ক রেডিও নিউজ বুলেটিন ‘ছোটদের সংবাদ’ নির্মাণ ও সম্প্রচারের কাজ করছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব। ছোটদের সংবাদে প্রতিবেদন সম্প্রচারের পর ২০১৭ ও ২০১৯-এ ইউনিসেফ কর্তৃক ৪টি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড লাভ করে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...