আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সভাপতি বিচ্ছু সোবহান- সাঃ সম্পাদক বিপ্লব গাইবান্ধা জেলা-বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন

পলাশবাড়ীস্থ বহুল আলোচিত মোটর পরিবহন শ্রমিকদের বৃহৎ সংগঠন গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ-৪৯৪/১৯৮৫খ্রি.) ত্রি-বার্ষিক নির্বাচন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৯ ফেব্রুয়ারি (শনিবার) ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাত পর্যন্ত গণনা শেষে নির্বাচনে সভাপতি মো. আব্দুস সোবাহান মন্ডল ওরফে বিচ্ছু সোবহান ও সাধারণ সম্পাদক পদে মো. গোলাম সরওয়ার প্রধান বিপ্লব নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন কার্যকরী সভাপতি পদে খাজা মিয়া, সহ-সভাপতি আজাহার আলী, সহ-সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, সড়ক সম্পাদক যথাক্রমে শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক রঞ্জু মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া মাসুদ জলিল, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাজা মিয়া ও কার্যকরী সদস্যের ২টি পৃথক পদে যথাক্রমে লুৎফর আলী ও জসিম উদ্দিন। অপরদিকে ধর্মীয় সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন হাফেজ মো. নুরুল ইসলাম।

নির্বাচনে মো. বাদশা প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্ত¡াবধানে সংগঠনের মোট ১ হাজার ৩শ’ ২৪জন শ্রমিক সদস্য ভোটারের মধ্যে ১ হাজার ১শ’ ৭০জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

সংগঠনের কার্যকরী কমিটির ১৩ পদের বিপরীতে ১৫জন শ্রমিক নেতা নির্বাচিত হবেন। তন্মধ্যে ধর্মীয় সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ায় বাকী ১২টি পদের বিপরীতে মোট ৩৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...