আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য “কাব্যরত্ন” পদক পেলেন- কবি নাসরিন নাজ

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাংবাদিক নাসরিন নাজ  গতকাল ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাহিত্যের সংগঠন “কবি ও কবিতার ভূবন” প্রদত্ত “কাব্যরত্ন” নামক বিশেষ সম্মাননা পদক অর্জন করেন। ইতিপূর্বে তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য  বঙ্গভূমি সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা মঞ্চ,কেকিবি,স্বসাপ,বাংলাদেশ কবি-লেখক ফোরাম, সহ বিভিন্ন পদক ও সম্মাননা সনদপত্র অর্জন করেন।
গত কাল বিকেলে, ঢাকার শাহবাগে, শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে (জাতীয় গ্রন্থাগার/ পাবলিক লাইব্রেরী) আন্তর্জাতিক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে- রংপুরের কৃতি সন্তান কবি ও দৈনিক উত্তরদক্ষিণ পত্রিকার রংপুর বিভাগীয় সংবাদদাতা নাসরিন নাজ এ সম্মাননা গ্রহন করেন।
কবি নাসরিন নাজ রংপুর জেলা সদর কেডিসি,আলমনগরে ১ জানুয়ারি ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা- মরহুম ডাঃ হারুন বেগ ও মাতা- নাজনিন বেগম। তিনি পিতার নিকট উৎসাহিত হয়ে শিশুকাল থেকে কবিতা, ছড়া ও সমসাময়িক বিষয়ের উপর লেখালেখি শুরু করেন।
তার লিখা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইতিমধ্যে  একক ও তার সম্পাদিত একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সম্পাদনায়য় নিয়মিত প্রকাশ পাচ্ছে মাসিক সাফল্য, তিনি অনলাইন ভিত্তিক পত্র-পত্রিকায় লেখালেখি করে ব্যাপক পরিচিতি অর্জনের পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বেশকিছু সম্মাননা পদক অর্জন করেন।
লেখালেখি ছাড়াও কবিতা আবৃত্তি করে দারুণ প্রশংসিত ।  বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কবি নাসরিন নাজ বাংলাদেশ কবি-লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটিরর সহ- সভাপতি,জাতীয় কবিতা মঞ্চের সমাজসেবা সম্পাদক কেন্দ্রীয় কমিটি, কবিতা ও কবিতার ভূবণ এর রংপুর বিভাগীয় শাখার সভাপতি, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগের সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম রংপুর সিটি, ও তাজহাট থানা কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তার ঐকান্তিক প্রচেষ্টায় গড়া সাফল্য কিন্ডারগার্টেন স্কুল, সাফল্য প্রকাশনী,সাফল্য স্বাস্থ্য কেন্দ্র মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
কবি ও কবিতার ভূবন আয়োজিত অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ও ভারত সহ আন্তর্জাতিক অঙ্গনের কবি সাহিত্যিকদের সাথে নাসরিন নাজ’কে সংবর্ধনা ও “কাব্যরত্ন” সম্মাননা পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, আয়োজন দুইটিপর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন কবি গবেষক সম্পাদক মাহমুদুল হাসান নিজামী,বিশেষ অতিথি ছিলেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাসরিন নাজ,কবি রোকসানা সূখি,কবি মাসুম বিল্লাহ,কবি মামুনুর রশিদ, কবি আতিক হেলাল,কবি মাহমুদা বেগম, কবি মিতালী বৈরাগী,দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কবি অসীম সাহা, প্রধান আলোচক ছিলেন প্রাকৃতজ শামীম রুমি টিটন, বিশেষ অতিথি ছিলেন কবি জুবায়দা গুলশানআরা হেনা,কবি এস আলম, কবি গেলাম কিবরিয়া, প্রমূখ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি ইসতিয়াক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...