আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

পলাশবাড়ী  প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে  আজ সকালে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বিএমএ সভাপতি ডাঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা স্বাচিব সদস্য সচিব ডাঃ শাহিনুল মন্ডল শাহিনের আহবানে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন এবিএম আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর প্রশাসক আবু বকর প্রধান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বাধীন, পলাশবাড়ী শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংবাদিক আমিরুল ইসলাম কবির, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওঃ মজিবর রহমান, ডাঃ টিটন কুমার, ডাঃ মাহবুবুর রহমান তালুকদার, সিএইচসিপি মিনহাজুল ইসলাম, এইচএন আল-আমিন, যুবলীগ নেতা মাজেদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাজাহান শেখ, এসএসএন খলিলুর রহমান ও পল্লী চিকিৎসক শাপলা প্রমুখ।
বক্তারা বলেন করোনা ভাইরাস নিয়ে আতংঙ্কিত না হয়ে আরো বেশী সচেতন হওয়ায় আহবান জানানসহ সকলকে সব-সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকাতে বলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার আরএমও ডাঃ মোনতাসির মামুন শুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...