
সাঘাটা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে সাঘাটায় নকশী বাংলা উন্নয়ন সংস্থা সাঘাটা উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে ১৩ মার্চ বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। সংস্থার নিবাহী প্রধান গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা ফুলছড়ির যুদ্ধ কৌশল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান ওরফে মোস্তফা সরদার, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কও সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী সরদার আরো উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাঘাটা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মন্ডলসহ অনেকে। সাঘাটায় প্রস্তাবিত ড. এমএ ওয়াজেদ মিয়া আইসিটি ইন্সটিটিউট মুজিব বর্ষেই শুভ উদ্বোধন করা হবে ।
যার কারিগরি সহযোগিতা ও সণদ প্রদান করবে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়াও আমাদের অঙ্গীকার অনুযায়ী সদস্যদের ও তাদের পরিবারের সদস্যদের আত্নকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ যেমন দর্জি প্রশিক্ষন, নকশি কাথা, হ্যান্ডিক্রাফট, বাটিক-বুটিকের কাজ শেখানো হবে এবং তাদেও অফিসেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও নকশি বাংলা ই- কমার্স এর মাধ্যমে সাঘাটা উপজেলায় স্বল্প আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে হোম সার্ভিস চালু করেছে। যা আগামীতে জেলা জুড়ে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে দারিদ্র মানুষদের পরিবারদের সুদখোর দাদন ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পাবে। সদস্যগণ ১ হাজার টাকার পণ্য নিলে তারা মাত্র ২৫০ টাকা ডাউন্ট পেমেন্ট করে। বাকী টাকা নাম মাত্র সার্ভিস চার্জের মাধ্যমে পরিশোধ করছে।