আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

শংকা উড়িয়ে চট্টগ্রামে করোনা শনাক্তকরণ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:  অবশেষে চট্টগ্রামে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা। নানান জটিলতা কাটিয়ে প্রাথমিকভাবে চট্টগ্রামে পৌঁছেছে কিট। আজ দুপুর পর্যন্ত মোট সাত জনের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গণউত্তরন কে এইসব তথ্য দিয়েছেন বিআইটিআইডি পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী। তিনি বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পাবার পর থেকেই আগের মজুদ করোনা শনাক্তকরণ কিট দিয়েই গতকাল থেকেই পরীক্ষা শুরু করি। এর আগে আমরা ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম। আমাদের এক কর্মকর্তা ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিট নিয়ে এসেছেন। চট্টগ্রামের ল্যাবে পরীক্ষা হওয়া নমুনার ফলাফল সন্ধ্যা নাগাদ জানা যেতে পারে বলে তিনি জানান। তিনি বলেন, এই পরীক্ষা পদ্ধতি অন্য টেস্টের মতো নয় যে এখন দিলাম এখনই এর রেজাল্ট পেয়ে গেলাম। আমাদের প্রশিক্ষণ প্রাপ্তরা সকাল থেকে ল্যাবে নুমনা নিয়ে কাজ করছেন। ঢাকায় নমুনা পাঠানো কারোর মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত করেন। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ নির্ণয় শুরুর ঘোষণার চারদিন পরও কিট না আসায় এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে কথা বলেন চট্টগ্রামের এমপি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া। এরপর সমাধান হয় উদ্বুদ্ধ জটিল পরিস্থিতির। মহিবুল হাসান চৌধুরী নওফেল  বলেন, এইগুলা সরকারের বিষয় তারা দেখছে। আমি মন্ত্রী মোহদয়ের সাথে কথা বলেছি। এরমধ্যে চট্টগ্রামে কিট পৌঁছানো হয়েছে। এই পরীক্ষা লাইন ধরে করার মতো কোনো বিষয় না জানিয়ে তিনি বলেন, এইগুলা হচ্ছে সাধারণত রেপার প্রোসেসে যেগুলা সিলেক্টেড হবে সেগুলা পরীক্ষা করা হবে। আপনি আমি সবাই গিয়ে যেন এই পরীক্ষা করার জন্য ভিড় না করি এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বিপ্লব বড়ুয়া বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় কিছু যন্ত্রপাতি সরঞ্জাম চাটার্ড বিমানে চীন থেকে এসে পৌঁছাবে ২৭ তারিখ। সারাবিশ্বে এই ভাইরাস পরীক্ষার কিটসহ অন্য প্রোডাক্ট গ্লোবাল মার্কেটেই অপ্রতুল। আমাদের তো ধৈর্য ধরতে হবে। সরকার সর্বোচ্চ কাজ করছে। আমি স্বাস্থ্য সচিবের সাথে কথা বলেছি। এর মধ্যেই চট্টগ্রামে কিট পৌঁছানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...