আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রান বিতরন করলেন বরগুনা জেলা প্রশাসক

  বরগুনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ত্রান বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বিতরন করেছেন এবং মাস্ক নিজের হাতে অসহায় মানুষদের মুখে পরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বরগুনা শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে উপকারভোগী মানুষের মাঝে এই মানবিক ত্রান ও মাস্ক বিতরন করেন। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী। মাস্ক ও ত্রান বিতরনের সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপকারভোগীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এই মানবিক সহায়তা পাঠিয়েছেন। জেলা প্রশাসকের মুখে এই কথা শুনে এবং প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। একশত উপকারভূগীদের হাতে জেলা প্রশাসক এই সহায়তা তুলে দিয়েছেন। প্রতিজনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল দেয়া হয়েছে এবং যাদের মাস্ক নেই তাদের মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন। বরগুনা জেলার ৬টি উপজেলায় মোট ৬৫০০ জন করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...