আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বরগুনায় প্রাতিস্টানিক কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসকের শরীরে করোনা নেই

 বরগুনা প্রতিনিধিঃ করোনাভাইরাসের উপসর্গ জ্বর নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বরগুনার এক চিকিৎসক সদর হাসপাতালের প্রাতিস্টানিক কোয়ারেন্টাইনে ভর্তি হয়েছিলেন। সোমবার সন্ধ্যায় ওই চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রাতিস্টানিক কোয়ারেন্টাইনে ভর্তি হন। ভর্তির সাথে সাথেই হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। এরপর বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র তত্ত্বাবধায়নে একটি এম্বুলেন্সযোগে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) এ পাঠানো হয়। এ বিষয়ে আজ বুধবার বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান বলেন, ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে আমরা ঢাকা পাঠিয়েছিলাম। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে আইইডিসিআর জানিয়েছে তার শরীরের কোনো করোনাভাইরাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...