আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

গোপালগঞ্জে আড্ডা দেয়ার দায়ে ৭ যুবককে জরিমানা

 গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে আড্ডা দেয়ার দায়ে ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ও মোঃ সাব্বির আহমেদ এ অর্থদন্ডের আদেশ দেন । অর্থদন্ডে দন্ডিতরা হলেন, মোঃ আসাদ বিশ্বাস (২৬), মোঃ বাবুল বিশ্বাস (২৮), মোঃ সাদ্দাম শেখ (৩০), হাসানুর বিশ্বাস(২৬), আলামিন(২৬), মিন্টু বিশ্বাস(৩০) ও মোঃ কাশেম (৩০)। এরা সবাই কাশিয়ানী উপজেলার বরাশুর আদর্শ গ্রামের বাসিন্দা। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ জানান, এ দিন দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশনে সরকারি নির্দেশ অমান্য করে ওই ৭ যুবক সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন । পুলিশ তাদের সেখান থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে । পরে স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে ওই ৭ যুবকের প্রত্যেককে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...