আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

 সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দাতা পৌর কাউন্সিলর লিটনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ’র সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানকে হত্যা করে লাশ গুম করার হুমকি দাতা সোনাগাজী পৌরসভার কাউন্সিলর নূরনবী লিটনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা। সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে সংবাদিক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি জাবেদ হোসাইন মামুনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, দৈনিক প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, সোনাগাজী প্রেসক্লাবের সহ-সভাপতি মোতাহের হোসেন ইমরান, প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবিতে সংহতি প্রকাশ করেছেন। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বের মানুষ যখন ঘরমূ্খী রয়েছে তখন সন্ত্রাসী কাউন্সিলর নূরনবী লিটনকে গ্রেফতারের দাবিতে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। নূরনবী লিটন এর আগে যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুলকে হত্যা করে লাশ গুম করা মামলার প্রধান আসামি। তার মত করে সাংবাদিক হান্নানকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয় লিটন। তার হুমকিতে সাংবাদিক হান্নান ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অনতি বিলম্বে লিটনকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সোনাগাজী সহ ফেনী জেলার সকল সাংবাদিক বৃন্দ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা দেবেন। প্রসঙ্গ; ৩১ মার্চ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট সংলগ্ন কলেজ রোডের মাথায় সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরনবী লিটন সাংবাদিক হান্নানের উপর অতর্কিত হামলা চালিয়ে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ১এপ্রিল বুধবার রাতে জিডি করেন। সোনাগাজী মডেল থানার জিডি নং- ২৯, তাং-০১-০৪-২০২০খ্রি. জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন। জিডিতে উল্লেখ করেন, ইতোপূর্বে সংবাদ প্রকাশ নিয়ে একাধিকবার নূরনবী লিটন তার সাথে কথাকাটাকাটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...