সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ম্যাজিস্ট্রেট সেজে দোকান মালিক ও পথচারীকে জরিমানা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

 রংপুর প্রতিনিধি: রংপুরে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হুমকি প্রদান ও জরিমানা আদায়ের ঘটনায় মাহিদুর রহমান নাঈম (৪০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সকালে নগরীর কামাল কাছনা তাঁতীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম রংপুর নগরীর আরসিসিআই মোড় এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী। স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে একটি রিকশায় করে শ্মশান এলাকায় আসেন নাঈম। করোনা পরিস্থিতিতে দোকানপাট খোলা রাখা এবং মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শ্মশান ও তাঁতীপাড়ার দোকান মালিকসহ বেশকিছু পথচারীর জরিমানা করেন তিনি। তার সাথে পুলিশ না থাকায় স্থানীয় দোকান মালিকদের এতে সন্দেহ হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া ম্যাজিস্ট্রেটের বিষয়টি ধরা পড়ে ‌। পরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, আটককৃত মাহিদুর রহমান নাঈমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জনপ্রিয়

বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রাম

রংপুরে ম্যাজিস্ট্রেট সেজে দোকান মালিক ও পথচারীকে জরিমানা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

প্রকাশের সময়: ০৬:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০

 রংপুর প্রতিনিধি: রংপুরে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হুমকি প্রদান ও জরিমানা আদায়ের ঘটনায় মাহিদুর রহমান নাঈম (৪০) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সকালে নগরীর কামাল কাছনা তাঁতীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাঈম রংপুর নগরীর আরসিসিআই মোড় এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী। স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে একটি রিকশায় করে শ্মশান এলাকায় আসেন নাঈম। করোনা পরিস্থিতিতে দোকানপাট খোলা রাখা এবং মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে শ্মশান ও তাঁতীপাড়ার দোকান মালিকসহ বেশকিছু পথচারীর জরিমানা করেন তিনি। তার সাথে পুলিশ না থাকায় স্থানীয় দোকান মালিকদের এতে সন্দেহ হয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে ভুয়া ম্যাজিস্ট্রেটের বিষয়টি ধরা পড়ে ‌। পরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, আটককৃত মাহিদুর রহমান নাঈমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।