আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লক ডাউনে ঘরে বসে থাকা কর্মহীন ২শ’ শ্রমজীবি পরিবারের মধ্যে আলোকিত গাইবান্ধার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে লক ডাউনের সময়টিতে গাইবান্ধার কর্মহীন শ্রমজীবি দুঃস্থ পরিবারগুলো চরম দুর্ভোগের কবলে পড়েছে। এই দুঃসময়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে কল্যাণমূলক কাজে গাইবান্ধার একান্তভাবে নিবেদিত স্বেচ্ছাসেবী বিভিন্ন শ্রেণি পেশার এবং বিভিন্ন বয়সের আলোকিত কিছু মানুষ।
‘আলোকিত গাইবান্ধা’ নামের এই ব্যানারে ওই সমস্ত দুঃস্থ মানুষদের সাহায্যর্থে ফেসবুকে স্টাটাস দিয়ে এক সপ্তাহে সংগৃহিত হয় প্রায় ১ লাখ টাকা, ২ বস্তা চাল ও ২শ’ বোতল সরিষার তেলসহ বিভিন্ন সামগ্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এ সমস্ত সহায়তা প্রদানকারি স্বেচ্ছাসেবী মানুষরা গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শনিবার পৌর এলাকা এবং শহর সংলগ্ন পার্শ্ববর্তী ইউনিয়নের প্রায় ২শ’ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, সরিষার তেল ২শ’ মিলি ও একটি সাবান।
প্রসঙ্গত উলে¬খ্য যে, এই ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সম্পুর্ণরূপে মানা হয়েছে। নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে দুঃস্থ মানুষেরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করে। এব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উদ্যোক্তারা বলেন, নিউজে তাদের নাম দেয়ার প্রয়োজন নেই। কেননা আলোকিত গাইবান্ধা নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানুষের কল্যাণে একান্ত নিজস্ব উদ্যোগে এবং নিবেদিতভাবে কাজ করতে চায়। তারা এব্যাপারে সবার দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন, যেন এভাবে কল্যাণ কর্মতৎপরতায় তারা সবসময় এগিয়ে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...