আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

গাইবান্ধাসহ ৮ জেলায় পিপিই দিলো ওয়ালটন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের আট জেলার হাসপাতালে ওয়ালটনের পক্ষ থেকে চিকিৎসক এবং নার্সদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছে।

দেশের বিরাজমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি চিকিৎসা করার জন্য ওয়ালটনের পক্ষ থেকে সারা দেশে পাঁচ হাজার পিপিই দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ শনিবার (৪ এপ্রিল) গাইবান্ধা ছাড়াও রংপুর, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলায় পিপিই দেওয়া হচ্ছে বলে জানান কোম্পানিটির ডেপুটি ডাইরেক্টর আপেল মাহমুদ।

এর মধ্যে গাইবান্ধার জেলা হাসপাতালে ৮ সেট, সদর হাসপাতালে ১২ সেট, পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্রেক্সে ৭ সেট, সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ৮ সেট ও এসকেএস হাসপাতালে ৪ সেট পিপিই দেওয়া হয়েছে।

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহ সুলতান নয়ন ও এসকেএস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল হাসান ওয়ালটনের ডেপুটি ডাইরেক্টর (প্রডাকশন) আপেল মাহমুদের কাছ থেকে পিপিই গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...