
গাইবান্ধা প্রতিনিধি:করোনা ভাইরাস সংক্রমন রোধকল্পে উদ্ভূত পরিস্থিতি লাঘবে সৃষ্ট কর্মহীন মানুষের জন্য বিশেষ কর্মসূচির চলমান ওএমএস এর আওতায় ভোক্তা পর্যায়ে ১০ টাকা মূল্যের প্রতি কেজি চাল বিক্রয় শুরু হয়েছে। আজ রোববার গাইবান্ধা শহরের খানকা শরিফ ফাজিল মাদ্রাসা মাঠে একর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখারুল ইসলাম, ওসিলিএসডি আহম্মেদ আসাদুর রহমান সবুজ, মাহমুদ হাসান প্রমুখ।
এই কর্মসূচির আওতায় শহরের খানকা শরিফ, সুন্দরজাহান মোড়, ডেভিড কোম্পানীপাড়া, পূর্ব পাড়া, ভি এইড রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি পয়েন্টে ১০ টাকা মূল্যের প্রতি কেজি চাল প্রত্যেককে সর্ব উচ্চ ৫ কেজি করে চাল নিরাপদ দুরুত্ব বর্যায় রেখে এই চাল বিক্রয় করা হবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবারে প্রতিটি পয়েন্টে ২ টন করে চাল সরবরাহ করা হবে।