আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

করোনার কাছে হারলো শতবর্ষী জব্বারের বলী খেলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যে খেলা সেই ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা স্থগিত করা হয়েছে। নোভেল করোনাভাইরাসের কারণে জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১১তম আসর এবার হচ্ছে না। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আয়োজক কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের চট্টগ্রামের অন্যতম অসাম্প্রদায়িক উৎসব নববর্ষের অনুষ্ঠানও স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আমরাও চট্টগ্রামের ঐতিহাসিক এ আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, প্রতি বছর ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি মাঠে বৈশাখী মেলার প্রথম দিন বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার সেটি ২৫ এপ্রিল অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বলীখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ সব অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। পরে যা আব্দুল জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...