আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সামাজিক দূরত্ব বজায় রাখতে রংপুরের চার উপজেলায় জেলা প্রশাসন তৎপর

 রংপুর প্রতিনিধি: সামাজিক দুরত্ব নিশ্চিত করণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি জেলার তারাগঞ্জ উপজেলার তিস্তা ক্যানেলের ক্ষতিগ্রস্ত অংশ এবং প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক আসিব আহসান। রোববার দিনভর এই কাকর্যক্রম পরিচালনা করা হয়। নগরির আটটি ওয়ার্ডে ১শ’ জন নরসুন্দরকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

 

সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে বাবু খা উচ্চ বিদ্যালয় মাঠ ও বাইতুল মামুন মাদ্রাসা মাঠে ৫শ’ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জেলা সদরের সদ্যপুস্করিণী ইউনিয়নের জানকী ধাপের হাট এলাকায় লকডাউনকৃত ৮ টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পরিবার পিছু ১০ কেজি চাল, ২ কেজি আলু এবং ১ কেজি ডাল সহায়তা দেয়া হয়। এছাড়া তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে ২শ’ জন এবং আলমপুর ইউনিয়নে ১শ’৫০ জনসহ মোট ৩শ’ ৫০ জন ভিক্ষুক, ভ্যান চালক, রিকশা চালক ও দিন মজুরের মাঝে ১০ কেজি করে চাল সহায়তা দেয়া। খাদ্য সহয়তা দেয়া হয়েছে পীরগঞ্জেও। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে চায়ের দোকানদার আর হোটেল কর্মচারীদের এই সহায়তা দেয়া হয়। আর সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সদর উপজেলার লাহিড়ীর হাট, শ্যামপুর বন্দর, পালিচড়া বাজার, নয়া বাজার, পানবাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালনা করা হয় এবং একইসাথে প্রতিটি বাজারে বিকাল ৫ টার পর ফার্মেসি বাদে বাকী দোকানপাট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। পীরগঞ্জ পৌরসভা, বালুয়া হাট, লালদিঘী, শানেরহাট বাজারে করোনা প্রতিরোধে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...