আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধা জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের ঝুঁকিপূর্ণ চিকিৎসক ও নার্সদের জন্য ৭০০পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও ৫০০০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম সারির ফ্যাশন হাউস স্মার্টেক্স বাংলাদেশ এর প্রধান পরিচালক ডা. মারিয়াম জামান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে করোনা ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের ঝুঁকিপূর্ণ চিকিৎসক ও নার্সদের জন্য ৭০০ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও ৫০০০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন ও সিভিল সার্জন এবিএম আবু হানিফের হাতে এসব সামগ্রী তুলে দেন ফুলছড়ি উপজেলা সভাপতি জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাশার, তথ্য ও গবেষনা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু।
উল্লেখ্য, স্মার্টেক্স ফ্যাশন হাউস প্রধান পরিচালক ডা. মারিয়াম জামান গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের সহধর্মিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...