আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

চাল চুরির মামলায় পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ টুয়াখালীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বাজারে বিক্রি করার মামলায় সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির মৃধাকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পটুয়াখালী পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি আক্তার মোর্শেদ জানান, গত ৩০ মার্চ রাত ১২টার সময় সদর উপজেলার উওর ধরান্দি বাজার থেকে ১০ বস্তা চালসহ জাকির ও সোহাগ নামে ২ ব্যক্তিকে আটক করে কলাগাছিয়া ফাড়ির পুলিশ সদস্যরা। পরে এ ঘটনায় সেলিম সিকদার নামে স্থানীয় এক বাসিন্দা মনির চেয়ারম্যানসহ আরো ৭ জনের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির মামলা করেন দায়ের করেন। কলাগাছিয়া ফাড়ির ইনচার্জ ওসি মো. সাইদুল ইসলাম জানান, ২৮ শে মার্চ কমলাপুর ইউনিয়নে সরকার কতৃক জেলেদের ভিজিএফ এর চাল বিতরণ করা হয় কিন্তু সেখানে চালের পরিমান কম দিয়ে ১০ বস্তা চাল গোপনে স্থানীয় বশির সিকদারের বাড়িতে রাখেন। সেদিন রাত ১২ টার সময় বশির ওই চাল নিয়ে চমটমে করে উওর ধরান্দি বাজারের নিয়ে যায়। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়ে জাকির ও সোহাগকে চালসহ পটুয়াখালী সদর থানায় নিয়ে আসে।বর্তমানে জাকির ও সোহাগ কারাগারে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...