আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীতে করোনা পরিস্থিতিতে নিত্যপণ্য দেবে পুলিশ

 ফেনী প্রতিনিধি: চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে যাদের ঘরে খাবার নেই, লোক লজ্জা কিংবা ছবিতে ফ্রেম বন্দি হওয়ার ভয়ে সামনে আসছেন না। অথবা চেয়ে নিতে ও পারছেন না এমন পরিস্থিতিতে আয়- রোজগার করতে পারছেন না, জনপ্রতিনিধি বা দানশীল ব্যক্তির নিকট থেকে সহযোগিতা গ্রহন করতে পারছেন না এরকম ব্যক্তি/ পরিবারকে সহযোগিততা করবে পুলিশ। আজ বুধবার (০৮ এপ্রিল) থেকে ফেনী মডেল থানা পুলিশ এ মানবিক কার্যক্রম গ্রহন করেছে। মডেল থানার অফিসিয়াল পেইজে এ সংক্রান্ত আহবান জানিয়ে যোগাযোগ করতে তিনটি হটলাইন নাম্বার (ওসি- ০১৭১৩-৩৭৩৭৭৮, ওসি-তদন্ত ০১৭১১-৯৭১৪৫০, ডিউটি অফিসার- ০১৭৯৭-০৭৭৭০০) দেয়া হয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক মো: আলমগীর হোসেন জানান, কথা দিচ্ছি ছবি তো দূরের কথা পরিবারেরও কেউ জানবে না। যে সকল ব্যাগে বর্তমানে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে সে রকম ব্যাগেও দিবো না। স্ব স্ব পরিবার মনে করবে বাজার করে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...