
পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সরকার অনুমোদিত টিসিবির ন্যায মুল্যে সোয়াবিন তেল,ডাল ও চিনি বিক্রি করা হয়েছে।
শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী বাজারস্থ সাহা ট্রেডার্সের টিসিবি ডিলার দীলিপ চন্দ্র সাহা কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী স্কুল মাঠে ন্যায মুল্যে টিসিবির ভোগ্যপণ্য সোয়াবিন তেল প্রতি লিটার-৮০টাকা,চিনি- ৫০ টাকা কেজি,মশুর ডাল-৫০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,অত্র কিশোরগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
এসব টিসিবির পন্য ন্যাযমুল্যে বিক্রিতে সাধারন জনগন তাদের চাহিদা মতো ক্রয় করছেন।