আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স ও কমিউনিটি স্বাস্থ্যকর্মিদের মাঝে পিপিই সার্জিক্যাল মাস্ক হ্যান্ড গ্লোবস ক্যাপ হ্যান্ড স্যানিটারজার বিতরণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্যকর্মিদের সুরক্ষার জন্য পিপিই, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লোবস, ক্যাপ ও হ্যান্ড স্যানিটারজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের হাতে ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ। অপর দিকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন কর্তৃক করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে পিপিই ও সার্জিক্যাল মাস্ক উপজেলা চেয়াম্যানের কার্যালয়ে হাতে তার প্রতিনিধি গাইবান্ধা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক হোসেন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষনা সম্পাদক মোকছেদুল হাসান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম। উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সাংবাদিকদের করোনা ভাইরাস সর্ম্পকে অবহিত করে বলেন, সরকারের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্যকর্মিদের সুরক্ষার জন্য ডাক্তার, নার্স ও উপ-স্ব্যাস্থ্যকেন্দ্র এবং উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মিদের হাতে এসব দেওয়া হলো। তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা মানুষের যে সেবা দিয়ে যাচ্ছেন। এ সেবা অব্যাহত দিয়ে যাবেন। মানুষের সেবা দিতে যেয়ে যদি আপনাদের আরো কোন কিছু লাগে আমাদের বলবেন আমরা উপজেলা পরিষদ থেকে তা দেওয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, নিশ্চয় আল্লাহ তা’য়ালা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনায় মুক্ত করবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...