আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

মরিচের মন ১ শত টাকা বেগুন টমেটো ৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পুরাতন ফুলছড়িতে প্রতি শনিবার ও মঙ্গলবার হাট বসে । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ট্রাক নিয়ে আসে হাটে কেউ চরাঞ্চলের সোনা খ্যাত মরিচ ও ভুট্রা সহ বিভিন্ন সবজি পাইকারি কিনতে । এ হাটে ক্রেতা ও বিক্রেতা মিলে লাখো মানুষ জমে । কিন্তু করোনা সংক্রমন ঠেকাতে ফুলছড়ি হাটে প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে আর  সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ আইনে নেয়া হচ্ছে জরিমানা । ফলে পচে নষ্ট হয়ে লোসকানের মুখে পরেছে যমুনা নদী বেষ্টিত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অর্ধশত চরে উৎপাদিত কৃষি পন্য ।  কাচা মরিচ ১২০ টাকা থেকে সর্বউচ্ছ ২০০ টাকা প্রতি মণ । টমেটো ৮০ টাকা প্রতি মণ ( ৪০ কেজি)  বেগুন ৭০ টাকা থেকে ১০০ টাকা প্রতি মণ । অনেক সময়এর চেয়ের কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে এই সব পন্য ।  তাই   লাখ লাখ টাকা লোসকান খেতে হচ্ছে  ।  তবে প্রশাসন বলছেন চরাঞ্চলের মচির চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেয়া হয়েছে ।  

 সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার  ফুলছড়িত হাট যেন অচেনা রুপে । দু’সপ্তাহ আগেই রাস্তার পাশে হাজারো লোকের ভিরে পথ চলা যখন কঠিন ছিল কিন্তু সময়ের ব্যবধানে আজ ফাকা চিত্র । নিজে চোখে দেখেও বিশ্বাস হয়না এটি ফুলছড়ি হাট । দেড় যুগের ঐতিহ্যবাহি এই হাটের এ অবস্থা হবে কেউ কখনো ভাবতে পানে নি । 

কৃষক আবেদুর রহমান জানান,  অনেক কষ্ট করে কয়েক কিলোমিটার পথ হেঁটে হেঁটে ফুলছড়ি বাজারে এসে বিপদে পড়েছি ।  এই হাটে কাঁচামালের দোকান বন্ধ করে দিয়েছেন প্রশাসন এতে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো কিনতে পারছিনা । বিক্রি করতেও পারছিনা । দু’সপ্তাহ আগে মরিচ বিক্রি করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি । করোনা ভাইরাসের কারনে এখন ৩ টাকা থেকে ৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে ।

খাটিয়ামারি গ্রামের কৃষক আব্দুল মালেক  জানান,  তার উৎপাদিত কৃষি পন্য মরিচ, বেগুন টমেটো  পচে নষ্ট হয়ে যাচ্ছে ।  কাচা মরিচ ১২০ টাকা থেকে সর্বউচ্ছ ২০০ টাকা প্রতি মণ । টমেটো ৮০ টাকা প্রতি মণ ( ৪০ কেজি)  বেগুন ৭০ টাকা থেকে ১০০ টাকা প্রতি মণ । আমাদের গলায় দরি দিয়ে মরণ ছাড়া উপায় নেই ।

 আব্দুল কাদির নামের এক মরিচ চাষী জানান, প্রশাসন মরিচ শুকানোর পরামর্শ দিচ্ছি । মরিচ বিক্রি করে চাল ডাল লবন মশলা কিনতে হয় ।   মচির বিক্রি করে সংসার চালাতে হয়  মরিচ শুকালে সংসার চলবে কিভাবে । কে নেবে দায়িত্ব ?

দশের অধিক কৃষক জানান সরকারি ভাবে যদি ট্রাক লোড করে দেশের বিভিন্ন জেলার চাহিদা অনুযায়ী মরিচ বেগুন পটল টমেটোসহ চরে উৱপাদিত কৃষি পন্য সিমিত আকারে ক্রয় বিক্রয় করার সুজোগ দেয়া যেত তাহলে কৃষকরা ন্যায্য দাম পেত অপর দিকে দেশের অন্যসব জেলার সবজির চাহিদা মিটতো ।

মরিচ ও সবজি চাষীদের লোকসানের বিষয়ে জানতে চাইলে ইউএনও মোঃ আবু রায়হান দোলন  জানান, মচির চাষীদের মরিচ শুকানোর পরামর্শ দেয়া হয়েছে । সামাজিক দূরত্ব শুধু হাটের দিন তথা প্রতি শনিবার ও মঙ্গলবার ফুলছড়ি হাট বন্ধ  রাখার নির্দেশ দেয়া হয়েছে । নিম্ন আয়ের মানুষদের জন্য ফুলছড়িতে ফুড ব্যাংক খোলা আছে আমরা নিওম অনুযায়ী কাজ করছি । 

উলেখ্য; ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান দোলন মঙ্গলবার ( ৭ এপ্রিল )  বিকালে ফুলছড়ি হাটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা ফুলছড়িতে সামাজিক দূরত্ব না মানায় সংক্রমণ আইনে দুই ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...