আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

মানুষ কয় হটলাইনে কল দিলে নাকি বাড়ীতে এসে খাদ্য সহায়তা দেয় !

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের গোবিন্দরায় চেড়েঙ্গা গ্রামের মৃত আবু তালেব এর ছেলে আনারুল ইসলাম দীর্ঘদিন হলো এলাকায় ও পলাশবাড়ী সদরে একটি পায়ে চালিত রিক্সা চালায়। এই রিক্সা চালিয়ে তার পরিবার চলে। রিক্সা চালক আনারুলের পরিবার মা, স্ত্রী, ২ সন্তান সহ ৫ সদস্যের পরিবার। বর্তমান সময়ে মানুষ বাহিরে না বাহির হওয়ায় রিক্সা নিয়ে সারাদিন ঘুরলে এক কেজি চাউলের টাকায় আয় হয় না। করোনা ভাইরাসের কারণে দেশে এই অচলতম সময়ে অনাহারে দিন কাটছে এ পরিবারটির।

রিক্সা চালক আনারুল বলেন, আমার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার দলীয় নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে কেউ এককেজি চাল দিয়েও সহযোগীতা করে নাই। পরিবার নিয়ে মহা বিপাকে পড়ছি। সারাদিনে ৬০ টাকা আয় করেছি চাল কিনি না ডাল কিনে তৌরি তরকারি কিনবো কি দিয়ে আয় করে কিনতে পারলে পরিবার নিয়ে খেতে পারবো। আমার তো মোবাইল নাই হটলাইনেও কল দিতে পারিনা। মানুষ কয় হটলাইনে কল দিলে নাকি বাড়ীতে এসে খাদ্য সহায়তা দেয়।

রিক্সা চালক আনারুল সমাজের বিত্তবানদের সহ সরকারের সংশ্লিষ্টদের নিকট খাদ্য সহায়তা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...