
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে বসে থাকা অসহায় নিম্ন বিত্ত শ্রমিক পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
আজ বৃহস্প্রতিবার সকাল ১১টায় ধরঞ্জী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নিজ অর্থায়নে ৯টি ওয়ার্ডের ১৭০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজার রহমান, বিএনপি নেতা সবুজ হোসাঈন, আজাদুর রহমান লিফটন, বাহার উদ্দিন, আমজাদ হোসেন, মজিবর রহমান প্রমূখ।