
বরগুনা প্রতিনিধিঃ নারায়নগঞ্জ থেকে নৌযোগে বরগুনার আমতলীতে আসা নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তিকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়েছে প্রশাসন।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। তারা নারায়নগঞ্জে বিভিন্ন ইটভাটায় কাজ করতো সেখান থেকে ট্রলার যোগো ৩৬ ঘন্টা জার্নি করে এখানে আসে। তাদের বাড়ী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।এই নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তিকে আমড়াগাছিয়া খানকায় এবং একটি সাইক্লোন সেল্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের এইকয় দিন খাদ্য সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে।