আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

পলাশবাড়ীতে সজীব শেখ নামের এক যুবকের গলায় ছুড়িকাঘাত

পলাশবাড়ী প্রতিনিধি : করোনা ভাইরাস কোভিড ১৯ এর সর্তকতা সহিত বিদেশ ফেরত ব্যক্তিদের পাশাপাশি ঢাকা ফেরত ব্যক্তিদের গাইবান্ধা জেলায় হোম কোয়ারেন্টাইন মেনে চলাচলা বাধ্যতামুলক করা হয়েছে। এ নির্দেশনার আলোকে জেলার পাড়া মহল্লা গুলোতে সচেতনতার চেয়ে কঠোরতা বেশী দেখা গিয়েছে। বেশ কিছু গ্রাম গঞ্জে পাড়া মহল্লা গুলোতে চলছে স্বইচ্ছায় লকডাউন। মানুষকে সতর্ক থাকতে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় রয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পাড়া লক ডাউন করা হলেও গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার এলাকার জামালপুর রয়েছে উন্মুক্ত। এ গ্রামটি শহরের প্রান কেন্দ্র চারিদিকে রাস্তা রয়েছে যে কারণে এ গ্রামটি কখনো লকডাউন করা সম্ভব নয়। এ গ্রামে গত রাতে করোনা ভাইরাস নিয়ে কথাকাটি হওয়ায় সজীব শেখ (২২) নামে এক যুবককে গলায় ছুড়িকাঘাত করা হয়েছে। স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাতে জামালপুর গ্রামে সাদেক মিয়া চেংটু শেখের ছেলে সজীব শেখ (২২)কে একই গ্রামের বাসিন্দা পলাশবাড়ীস্থ স্বাধীন পলাশ নাট্য সংস্থার সভাপতি লেবু প্রধানের ছেলে গোলাম আযম নিজ হাতে সজীব শেখের গলায় ছুড়িকাঘাত করে আহত করেছে। আহত সজীব শেখকে স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সাখোওয়াত জানান,গলায় আঘাত প্রস্ত ২ ইঞ্চি আর গভীরতা ২ সেন্টিমিটার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন একারণে রংপুরে রিভার্ড করা হলো। আহত সজীব শেখ বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সজীব শেখের পিতা চেংটু শেখ জানান,আমার ছেলে অবস্থা বেশী একটা ভালো না তার প্রচুর রক্ত ছুটছে অবস্থা গুরতর, ডাক্তার বলছে তার দ্রুত উন্নত চিকিৎসা দরকার। ঘটনাস্থলে ও হাসপাতালে পলাশবাড়ী থানা পুলিশের সদস্যরা গিয়েছিলেন এঘটনায় আহত পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...