
সাঘাটা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় গরীবের জন্য দেয়া ১০ টাকা কেজির চাল গোপনে বিক্রির সময় প্রায় ৩০০০ কেজি চাল জব্দ করা হয়েছে। এসময় ডিলার মজদার রহমানকে আটক করে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
আটককৃত মজদার রহমান পদুমশহর ইউনিয়নের ডিলার।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সাঘাটার পদুমশহর বাজার এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন জানান, সোমবার সকালে পদুমশহরে বস্তাভর্তি চাল বিক্রি করতে আসে ডিলার মজদার রহমান। পরে বিষয়টি জানতে পেরে চালসহ মজদার রহমানকে আটক করে স্থানীয়রা। পুলিশে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০০ কেজি চাল জব্দসহ মজদারকে আটক করে নিয়ে আসে পুলিশ।
সাঘাটা থানাপুলিশ জানায় জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশে নিয়ামিত মামলা সাঘাটা থানায় নেওয়া হয়েছে।