
গাইবান্ধা প্রতিনিধি : আজ গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার এর নেতৃত্বে সদর থানার এ,এস,আই মোঃ আব্দুর রহিম সহ সঙ্গীয় ফোর্স গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে আসা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করেন। বিকালে এক অভিযানে ইউনিয়নের বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় তাদেরকে বন্ধ করে দেওয়াসহ দারিয়াপুর হাটে জনশুন্য করে এই টিমটি। পরে তারা জনগনকে করোনা প্রতিরোধে সচেতন করে। কেউ যাতে বিনা কারনে বাড়ীর বাহিরে না যায়, বাহিরের জেলা থেকে কোন লোক আসলে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য অনুরোধ করেন পুলিশ। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক গাইবান্ধার মুখ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবাধিকার সংগঠন, ন্যাশনাল প্রেস সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ রাহুল ইসলাম রুবেল, সাংবাদিক আতোয়ার রহমান রানা, ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ নুর আলম, সাংবাদিক আহম্মেদ খোকন প্রমুখ।