
আজ ১৫ ই এপ্রিল বৈশাখের দ্বিতীয় দিন ।এদিন গাইবান্ধায় সকাল থেকেই আকাশে ছিল ঘনঘটা কালো মেঘ। সকাল ৯ টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা নেই। বরং সময় যত গড়ায় অন্ধকার নেমে আসে চারদিকে । কিছুক্ষণ পর প্রকৃতি যেন এক অন্যরকম রুপ ধারণ করে । গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দ যেন জানান দিচ্ছে ঝড় আসছে। তবে এ ঝড় কোন সাধারণ ঝড় নয় এটি কালো বৈশাখী । আকাশের দিকে তাকিয়ে দেখা যায় মেঘপুঞ্জ অবিরত ছোটাছুটি করছে । ধীরে ধীরে সাদা মেঘ গুলোকে গ্রাস করছে । মুহুর্তের মধ্যে শুরু হয়ে যায় প্রবল বাতাস । বাতাসের গতি এতোই বেশি যে বড় বড় নারিকেল গাছ গুলো যেন এবার ভেঙ্গে যাবে । মুহুর্তে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলো বৈশাখের দ্বিতীয় দিনের সকাল।এর কিছুক্ষণের মধ্যেই বাতাসের সাথে বৃষ্টি শুরু হলো ।
সকাল সাড়ে নয়টা থেকে এ রিপোর্ট লেখা (দুপুর দুইটা) পর্যন্ত এদিন গাইবান্ধায় ঝড়ো হাওয়ার সাথে ভারি বৃষ্টি ও বজ্রপাত হয়।
উল্লেখ্য ,এ বছরের ফেব্রুয়ারি মাসে আবহাওয়া অধিদপ্তর বৈশাখ মাসে কয়েকটি কালো বৈশাখী ঝড়ের আভাস দিয়েছিলো ।