
পলাশবাড়ী প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী হাটে অসম্ভব ভীড় পরিলক্ষিত হচ্ছে। এতে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখা কোনক্রমেই সম্ভব হচ্ছিল না। এমতাবস্থায় জেলা প্রশাসনের পরামর্শে উপজেলা প্রশাসন কালীবাড়ী হাটের কাঁচাবাজার সোমবার ১৩ এপ্রিল সকাল থেকে এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে স্থানান্তর করেছে।
এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কাঁচাবাজার বসবে। তবে মাছ ও মাংস এবং অন্যান্য প্রয়োজনীয় বাজারের সামগ্রী বেচাকেনা যথারীতি কালীবাড়ী হাটে অব্যাহত থাকবে।
প্রথমদিনেই হঠাৎ করে পূর্ব ঘোষণা না দিয়ে এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে কাঁচাবাজার চালু করা হলে ভীড় না থাকায় উপস্থিত ক্রেতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে কালীবাড়ী হাটের কাঁচাবাজার স্থানান্তরিত হওয়ায় তাদের পক্ষে ভীড় এড়িয়ে কেনাকাটা করা সম্ভব হবে বলে উপস্থিত ক্রেতারা উল্লেখ করেন।