আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

করোনা: ঝুঁকি নিয়ে কাজ করছে হিলি পল্লী বিদ্যুতের কর্মীরা

হিলি প্রতিনিধি : করোনা ভাইরাসে যখন একর পর এক মৃত্যুর ছোঁবল মারছে, তখন মৃত্যুর কথা না ভেবেই জীবন বাজি রেখে সকাল থেকে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের খুটিতে উঠে কাজ করে যাচ্ছে হিলি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।

হিলি পল্লী বিদ্যুতের লাইম্যান মানিক জানান, করোনা ভাইরাসের পার্দুভাব দেখা দেওয়ায় দিনাজপুর জেলাসহ হিলিকে লকডাউন করা হয়েছে, মানুষ এখন গৃহের মধ্যে রয়েছে, বিদ্যুৎ ছাড়া সকলেই অসহায়। মাথার ওপর করোনা ভাইরাসের ঝুঁকি, তবুও ভয় কে জয় করে দিন-রাত কাজ করে যাচ্ছি মানুষের সেবায়। এ সমস্যা মোকাবেলায় মাঠে রয়েছেন বিদ্যুতের লাইনম্যানসহ ১১ কর্মী।

হিলি সাব জোনাল অফিসের এজিএম সাইদুর রহমান জানান, চাকরী’র দায়িত্বের চেয়েও বেশী দায়িত্ব হলো এ সংকটময় মুহুর্তে মানুষের বাড়ীতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা। আমি হিলিতে থাকি, পরিবার সদস্যরা গ্রামের বাড়িতে থাকে সারাক্ষণ বৃদ্ধ মা-বাবা কে সব সময়াই তো মনে পড়ে তবুও কাজ করে যাচ্ছি সবার ঘরে আলো নিশ্চিত করতে। কারন পরিবারের চেয়ে দায়িত্বটা অনেক বেশী। মাঝে মধ্যে ফোনে কথা হয়। দেশের জন্য তবুও কাজ করে যাই।

তিনি আরো জানান, অফিসের সবাই কাজ করছেন আমাদের সবার লক্ষ্য মাঠের জমিতে সেচের যেন কোন সমস্যা না হয়। যে কোন বিদ্যুতের সমস্যা হলে গ্রাহকরা যেন ফোন করে জানাতে পারে এউ জন্য হিলি পল্লী বিদ্যুৎ এর জরুরী বিভাগ জোনাল অফিস সারা দিন খোলা থাকছে। তিনি দেশের এই সংকটময় সময়ে বাড়ির বাহিরে না যেয়ে ঘরে থাকার আহবান সহ দোয়া চেয়েছেন এলাকাবাসীর কাছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...