আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধায় বাড়ী ফিরে গেছে মা ছেলে সহ ৩ জন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় বাড়ী ফিরে গেছে মা ছেলে সহ ৩ জন হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগী ১০৫ জন বেড়ে এখন ১৩৮৮ জন গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগী ১০৫ জন বেড়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। এছাড়াও জেলায় প্রথম সংক্রমন ঘটানো আমেরিকা প্রবাসী দুইজনসহ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে দীর্ঘদিন অবস্থান করার পর সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন হয়েছে ১২ জন। তাদের মধ্যে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেসনে ১০ জন ও হোম আইসোলেসনে রয়েছে ২ জন। সিভিল সার্জন সুত্রে আরো জানা যায়,করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৮২, গোব্দিন্দগঞ্জে ১৩৭, সদরে ২৯৯, ফুলছড়িতে ৩০০, সাঘাটায় ৩৩০, পলাশবাড়িতে ১৯, সাদুল্যাপুর উপজেলায় ২২১ জন। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ১০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৮০ জন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...