
পলাশবাড়ী প্রতিনিধি : কোভিড(১৯) করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষনা হওয়ায় সরকারী সাময়িক নিষেধাজ্ঞা বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলার বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে পলাশবাড়ী,মেঘারমোর,
কাশিয়াবাড়ী বাজারসহ ৩টি ফার্মেসী ঔষধের দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা ইনচার্জ মাসুদার রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এদিকে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান সামাজিক দুরত্ব নিশ্চিত,করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর পাশা পাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ীর বাহিরে যেতে নিষেধ করা করেন।এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদে থাকতে বলেন এবং অযথা হাট- বাজারে আড্ডা থেকে বিরত থাকতে বলেন।