
পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা অফিসার ক্লাবের অর্খয়ানে প্রসেস এর সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতারন করেন।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে এস এম বি অদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে ত্রাণ বিতারন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন।
প্রসেস এর নির্বাহী পরিচালক জাকাড়িয়া মাসুদ জলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
পরে পলাশবাড়ী চৌমাথায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১০ জন পত্রিকার হকার্সদের মাঝে সবজি বিতারন করেন।
নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন জানান,আমরা পলালাশবাড়ী উপজেলা অফিসার ক্লাবের সদস্যরা নিজ নিজ উদ্দ্যগে চাঁদা তুলে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে বিতারনের ধারাবাহিকতায় আগামী দিনেও এই ত্রান কার্যাক্রম অব্যাহত থাকবে।