আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির রিপোর্ট নেগেটিভ

হিলি প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নিজ বাড়িতে করোনাভাইরাস লক্ষণ নিয়ে আজিজার রহমান(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। করোনা সন্দেহে মৃত ব্যক্তিসহ তার পরিবারের ৫ জনের শরীরের নমুনা সংগ্রহ করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী মোবাইল ফোনে জানান, উপজেলার শৈলান গ্রামের করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তাঁর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ছিলনা।

উল্লেখ্য, গত রবিবার (১২ এপ্রিল) ঐ ব্যক্তি যক্ষা, জ্বরসহ বিভিন্ন রোগ নিয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসোলেশনের থাকার পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের লোকজন তাকে আইসোলেশনে রাখতে অস্বীকৃতি জানায়। গত মঙ্গলবার ভোরে সে হাসপাতাল থেকে নিজ বাড়িতে চলে আসে এবং ঐদিন সকালেই তাঁর মৃত্যু ঘটে। সে ঘটনায় ঐ এলাকার ২৩ টি বাড়ি লকডাউন এবং ঐসব বাড়ির ৭৪ জন সদস্যকে হোমকোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...