আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ফুলছড়িতে ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন ও ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলীর নেতৃত্বে একটি টীম ফুলছড়ি হাটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২জন ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলনের আদালতে হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারা মোতাবেক ফারুক মিয়াকে (১৯) ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও ছইর উদ্দিনকে (৩১) ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে। উভয়েই জরিমানার টাকা তাৎক্ষণিক জমা প্রদান করলে তাদেরকে মুক্ত করে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...