আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং

জনসচেতনতায় মাইক হাতে রাস্তায় নামলেন চেয়ারম্যান আরিফ

নগরকান্দা প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আঘাত হেনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা, সেই সাথে বাড়ছে আতঙ্ক। আর এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সব থেকে বেশি জরুরি সচেতনতা। তাই করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করতে নিজেই মাইক নিয়ে রাস্তায় নেমে পরেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফুর হোসেন। নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাইকের মাধ্যমে দিন-রাত সচেতনতা বার্তা দিচ্ছেন চেয়ারম্যান আরিফুর হোসেন নিজেই। জানা যায়, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৮৩৮ জন। যার মধ্যে অত্র উপজেলার ডাঙ্গী ইউনিয়নে ৩ জন আক্রান্ত রয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। করোনার প্রভাব প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্থানীয় এলাকাবাসী জানান, চেয়ারম্যান আরিফুর হোসেন নিজেই মাইক দিয়ে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে এবং অযথা বাজারে না আসার আহব্বান জানাচ্ছেন। এছাড়া তিনি অসহায় গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করছেন। সেই সাথে সমাজের বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে আহব্বান করার পাশাপাশি বার বার হাত ধোয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করছেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। এদিকে চেয়ারম্যানের এমন কার্যক্রম এলাকায় সাড়া ফেলেছে। যখন চেয়ারম্যান নিজেই এমন আহ্বান জানাচ্ছেন, তখন সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানাটা সকলের নিকট গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এতে করে এই রোগের প্রাদুর্ভাব অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। যেহেতু এই রোগের এখন পর্যন্ত কোনো শতভাগ কার্যকরী ভ্যাকসিন তৈরি হয়নি ফলে সকলকে সচেতন হওয়ার উপরেই গুরুত্ব আরোপ করছেন সকলে। এব্যাপারে ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আমি অত্র ইউনিয়নের জনগনের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছি। তাই এই মহা দুর্যোগে তাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি সচেতন করে তোলা আমার দায়িত্ব। এতো ঝুকি নিয়ে কেন ঘরের বাহিরে প্রশ্ন করলে তিনি বলেন, জনগনই আমার অক্সিজেন। তারা ভাল থাকলে আমি ভাল থাকবো, এটা তারই ক্ষুদ্রতম প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...