আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

একজন নারী এসিল্যান্ড করোনা ভাইরাস সংক্রামণ রোধে যার ভূমিকা প্রশংসনীয়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারাদেশে চলমান করোনা ভাইরাস সংক্রামণের কারনে সকলেই যখন আতঙ্কিত। তখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রামণ রোধে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নারী এসিল্যান্ড মেরিনা আফরোজ-এর ভুমিকা প্রশংসনীয় হয়ে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে।
করোনা ভাইরাসের সংক্রামণ রোধের ধারাবাহিকতায় শুরু থেকে অদ্যবদি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ-এর ভুমিকা উপজেলার সর্বস্তরের সকল শ্রেণীপেশার মানুষের কাছে প্রশংসা যুগিয়েছে। করোনা ভাইরাস থেকে উপজেলার সর্বস্তরের মানুষকে বাচাঁতে তিনি প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন।
প্রায় সময়ই উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটে পথচারীদের সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ অধিকতর সচেতনতায় করোনা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ছাড়াও অহেতুক ঘোরাফেরা-আড্ডাবাজি বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

 

তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত হাট-বাজার মনিটরিং করে সরকারী নির্দেশ অমান্যকারী ও করোনা ভাইরাসকে পুঁজি করে বাজার দরের চেয়ে বেশি মূল্যে পন্য বিক্রি করা ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছেন। তার এ সকল কর্মকান্ডের বিষয়ে এসিল্যান্ড পলাশবাড়ী ফেসবুক আইডিতে দিয়ে থাকেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় একজন নারী এসিল্যান্ড হয়েও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রামণ রোধে বিভিন্ন ভূমিকা পালনে ইতিমধ্যে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ বলেন, পলাশবাড়ী উপজেলার মানুষকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে বাচাঁতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি। উপজেলাবাসীকে করোনা ভাইরাস থেকে বাচঁতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন। এলাকার কর্মহীন হত-দরিদ্র অসহায় মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপজেলার ধনীব্যক্তিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...