আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে পলাশবাড়ীর চৌরাস্তা মোড়সহ সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা অব্যাহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ রোধে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের জিরোপয়েন্ট চৌমাথা মোড়সহ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অহেতুক ঘোরাফেরা-আড্ডাবাজি বন্ধ করে বাড়ি ফিরে যেতে থানা পুলিশের অবিরাম তৎপরতা অব্যাহত রয়েছে।
গত কয়েকদিনের ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর পথচারিদের অধিকতর সচেতনতায় করোনা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ প্রদান ছাড়াও হাতে হাতে লিফলেট বিতরণ কার্যক্রমও থেমে নেই। ঢাকা-রংপুর মহাসড়কে সরকারি-বেসরকারি প্রয়োজনে চলাচলরত জরুরি এ্যাম্বুলেন্স মাইক্রোবাস-প্রাইভেট কার, ট্রাক, রিক্সা-ভ্যান, অটোচার্জার ও মোটরসাইকেল সমূহের আরোহীদের তাদের প্রয়োজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দু’জন করে বহনের পরামর্শ দেয় পুলিশ। অটোবাইক-অটোভ্যানে একইসাথে গাদাগাদি করে পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে পরিবহন চালকদের নিজ নিজ বাড়ি ফিরে যেতেও পরামর্শ দেয়া হয়।

 

সকাল ১০টার পর বাইরে থেকে আসা রিক্সা-ভ্যান, মোটর সাইকেল ও বাইসাইকেল নিয়ে শহরে প্রবেশের ক্ষেত্রেও পুলিশ কড়াকড়ি আরোপ করে। এমনকি রিক্সা-অটোবাইক ও অটোভ্যান যাত্রীদের নামিয়ে েেদয়া ছাড়াও রিক্সা-ভ্যান চালকদের স্ব-স্ব গন্তব্যে ফিরে যাবার পরামর্শ প্রদান করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। আর এরই ধারাবাহিকতায় শহরে অহেতুক ঘোরাফেরা না করে সরকার নির্দেশিত তারিখ পর্যন্ত পথচারিসহ সকলকে তাদের নিজ-নিজ ঘরেই থাকার পরামর্শ দেয়া হয়। চলমান করোনা পরিস্থিতি ছাড়াও স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...