আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে সহ¯্রাধিক কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ। রবিবার দুপুরে উপজেলার জয়মনিরহাট বাসস্ট্যান্ডে সহস্রাধিক নারী ও পুরুষ একত্রে মিছিল নিয়ে উপজেলা শহরের দিকে যেতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। 
এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের জয়মনিরহাট রোডে গাছ ফেলে বিক্ষোভ করে এসব মানুষ। ঘটনার সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সকলকে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। 

বিক্ষোভকারীরা জানান, আমরা সবাই শ্রমজীবী। গত কয়েকদিন যাবত করোনার প্রভাবে কোথাও কাজ করতে পারছিনা আর ঘরে বসে পেটে ভাতও যাবেনা। ঘরের যেটুকু সম্বল ছিল তাও শেষ হয়ে গেছে, এখন কি খাব? 

এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, সহকারি পুলিশ সুপার শওকত আলী, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ। তাদের সকলের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ সহায়তার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ঘরে ফিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...