আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে করোনা সংকট মোকাবেলায় জনপ্রতিনিধিরা ত্রাণের চাল নিয়ে চালবাজি করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের জন্য ত্রাণের চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু ত্রাণের চাল বিতরণে জনপ্রতিনিধিরা নিজেদের ভোটবাক্স ঠিক রাখতে নিজ নিজ পছন্দের লোকজনকে ত্রাণের চাল বিতরণ করছে। এদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ চাল থেকে বঞ্চিত হচ্ছেন। 

অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হচ্ছেন জামায়াতের লোক এবং বিএনপির কাউন্সিলর রয়েছেন মহিলাসহ প্রায় ১৫ জন এবং আওয়ামী লীগের ৩ জনসহ অন্যরা রয়েছেন ২ জন। ফলে মেয়র ও কাউন্সিলরা নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখতে নিজেদের পছন্দের লোকজনকে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এতে করে বঞ্চিত হচ্ছেন অনেক গরিব দুঃখি মানুষ। এনিয়ে মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে। এরই ধারাবাহিতকাল ক্ষুব্ধ হয়ে রবিবার জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে মানববন্ধন করেছে শতশত নারী-পুরুষ। একইদিন মনাকষায় সড়ক অবরোধ করা হয় ত্রাণের দাবিতে। 

এদিকে নাচোল পৌরসভার মেয়রের বিরুদ্ধে ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি বেছে বেছে নিজ ভোটারদেরই ত্রাণ দিচ্ছেন এমন অভিযোগ প্রকৃত ত্রাণ বঞ্চিতদের। দরিদ্র ও কর্মহীনদের ত্রাণ দেয়ার কথা থাকলেও বাস্তবে দেয়া হচ্ছে স্বচ্ছল পরিবারগুলোকে। চাকরি করেন-এমন ব্যক্তিও পেয়েছেন ত্রাণের চাল। এমনকি একই পরিবারের একাধিক সদস্যকেও ত্রাণের চাল দেয়া হয়েছে। 

এ ব্যাপারে নাচোল পৌর সভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু’র সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ করে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। 

অন্যদিকে শিবগঞ্জে ত্রাণের দাবিতে বিক্ষোভ প্রসঙ্গে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, তিনি তালিকা করে সকলের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন। কিন্তু এখনও যারা পাননি তাদেরকেও পর্যায়ক্রমে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...