আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ফুলছড়িতে ডেপুটি স্পিকার প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে করোনা ভাইরাসে লকডাউনের কারণে কর্মহীন বেকার, দরিদ্র অসহায় দুই হাজার মানুষের মাঝে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি’র প্রদত্ত ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয় চত্বরে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, লবণ) বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.টি.এম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, ডেপুটি স্পিকারের এপিএস মাহমুদ হাসান সুজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি প্রমুখ। এসময় ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন। অপরদিকে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে উদাখালী ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ডাঃ এম. এ মজিদ প্রধান, গোলাম মওলা মন্ডল, আব্দুস ছাত্তার, নওশের আলী প্রমুখ। এদিন ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...