আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

(সুন্দরগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পতিত জমিতে চাষাবাদের জন্য ১২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার ২০ এপ্রিল দুপুরে স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর অর্থায়নে এসব সবজি বীজ বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ির আশেপাশে পতিত জমি ফাঁকা না রেখে তা চাষাবাদের আওতায় আনার নির্দেশ দেয়। সে অনুযায়ী উপজেলার ১২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এরমধ্যে লালশাক, পুইশাক, দেড়ঁশ ও লাউশাকসহ বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করেন। এতে প্রত্যেককে ১০০ গ্রাম করে বীজ দেয়া হয়। এসব সবজি বাড়ির আশেপাশের পতিত জায়গায় চাষাবাদ করতে বিনামূল্যে বিতরণ করা হয়। করোনার ক্রান্তিকালে কিছুটা সঙ্কট সমাধানে ভুমিকা রাখবে বলে জানায় কৃষি বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ মন্ডল, সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের এসএএও বৃন্দ।

কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদেশনা অনুযায়ী পতিত জমিতে সবজি চাষাবাদের জন্য এসব বীজ বিতরণ করা হয়েছে। এতে আর্থিক সহায়তা করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...