আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাদুল্লাপুরে ইয়ং স্টারস্ ক্লাবের উদ্যোগে খাদ্যসহ সবজি বিতরন

সাদুল্লাপুর প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামে ইয়ং স্টারস্ ক্লাবের নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে খাদ্যসহ সবজী বিতরন করা হয়েছে। আজ সকালে চিকনী বাজারস্থ আঙ্গুর সরকারের চাতালে হতদরিদ্র,গরীব, অসহায়, বিধবা,মধ্যবিত্তসহ নিম্ন আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়া ১০০টি পরিবারের মাঝে খাদ্যসহ ও সবজী বিতরন করা হয়। খাদ্যের মধ্যে ছিক – আটা -০৫ কেজী, সবজীর মধ্যে ছিল – আলু- ১ কেজী, বেগুন- ১কেজী,করলা-১ কেজী। ইয়ং স্টারস ক্লাবের সভাপতি রেজওয়ানুজ্জামান আশিক বলেন- মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশব্যাপী লকডাউন পালিত হচ্ছে এর ফলে হতদরিদ্র,গরীব, অসহায়, বিধবা,মধ্যবিত্তসহ নিম্ন আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে, আমরা সাধ্যমত নিজ অর্থায়নে এসব মানুষের পাশে দাঁড়িয়েছি।  তিনি আরো বলেন- যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতো তাহলে অনেক উপকৃত হত এইসব মানুষ।  ত্রান পেয়ে ষাটোর্ধ ময়মনা বেওয়া বলেন- খায়া নাখায়া খুব কষ্টে দিন পার করছোম কেউ কোন কিচ্ছু দেয়না, আজ বাবা খাবার দিল। আল্লাহ বাবার ভাল করবে। উপস্থিত ছিলেন- ইয়ং স্টারস ক্লাবের সদস্য আহসান হাবিব নুসরাত, মেহেদী, হারুন, সাকিব, বাধন, রাসেল, উজ্বল, জালাল,জারিফ, শাওন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...