কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, ভাইয়ের ছেলে মুকুল হোসেন (৩৮), প্রতিবেশী আসমত আলী মণ্ডল (৪৩) ও শ্যামল প্রামাণিক (৪০)। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১১ এপ্রিল ভেড়ামারা উপজেলার থানার মাধবপুরে জমি থেকে কৃষক হানিফের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই চারজনকে আসামি করে উপজেলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে আমিনুল ইসলাম। এ মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে ১৫ জুন। দীর্ঘ সাক্ষগ্রহণ ও শুনানি শেষে আজ এ মামলার রায় দেওয়া হলো।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ভেড়ামাড়ায় কৃষক হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময়: ০২:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- ২৫৮ বার পড়া হয়েছে
জনপ্রিয়