
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে দুর্বৃত্তরা। গত ২৮ এপ্রিল ওই ছাত্রীটি নিখোঁজ হয়েছিল। তার নিখোঁজের পরের দিন ২৯ এপ্রিল একটি জিডিও করা হয়েছিল।
নিহত ওই ছাত্রীর নাম কাকলী। সে দুর্গাপুর ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। তার পিতার নাম বজলু বেপারী। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে।
বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডার গার্ডেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বলটি কিন্ডার গার্টেনের একটি কক্ষে গেলে, সেই বল কুড়াতে গিয়ে শিশুরা একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে নিহত কাকলীকে সনাক্ত করে।
মতলব (উঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিডির সূত্র ধরে কাকলীর ফোনে কল করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যেতো। এখন পর্যন্ত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা যায়নি।