
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার দাদপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মনসুর মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একদল কিশোরের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় মোল্লা পরিবার ও খাঁ পরিবারের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মনসুর মোল্লা নামের এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করা হয়। এসময় আহত হয় আরও কয়েকজন।