আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই জুন, ২০২৩ ইং

এক নবজাতকের বাক্সভর্তি লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিণিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়া এলাকায় এক নবজাতকের বাক্সভর্তি লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। বুধবার সকালে দত্ত পাড়া এলাকায় রবীদত্তের বাড়ির সামনের পুকুরের পূর্ব দক্ষিণ কোনে একটি ছেলে বাচ্চার প্যাকেট ভর্তি লাশ দেখতে পায় স্থানীয়রা। ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুমন মিয়া (১৮) গবাদিপশুর জন্য ঘাস তুলে পুকুরে ধৌত করার জন্য যায়। সে একটি বাক্স ভর্তি নবজাতকের লাশ দেখতে পায়, পরে সে স্থানীয় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানকে জানায়। পরে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করে। তিনি আরো বলেন যে-ই এই জঘন্য কাজ করেছে সে আসলে মানুষ না পশুর চেয়েও জঘন্য। পরে সরাইল থানার উপঃপরিদর্শক শহীদুল ইসলাম সংগীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে বাক্স ভর্তি নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...