আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

গাইবান্ধার ৫২ শ্রমিকদের আজ ধান কাটতে সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে

সুমন মন্ডল : আজ ২২ এপ্রিল চলতি মৌসুমে বোরো ধান কাটার লক্ষ্য নিয়ে দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধা সদর উপজেলা থেকে সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় প্রায় ৫২ টি কৃষক শ্রমিককে পাঠানো হয়েছে। অফিসের সূত্র জানায়, শ্রমিকরা জেলা প্রশাসনের পরিচালনা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সরকারের নির্দেশে জেলা পুলিশের সহযোগিতায় সেখানে গিয়েছিল, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জনাব মাহাবুব আরা বেগম গিনি এমপি,

আজ দুপুরে জেলা কালেক্টরেট ভবনের চত্বরে শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন। তার বক্তব্যে হুইপ বলেন, সরকার সার, জ্বালানী, বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করার জন্য এ বছর সুনামগঞ্জ জেলার হাইওর এলাকায় বোরো ধানের বাম্পার ফলন অর্জন করেছে।  তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে হাইওর অঞ্চলের কৃষকরা কৃষকাজের প্রয়োজনে তাদের পাকা ধান কাটতে সমস্যায় পড়ছেন। তারপরে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা প্রশাসন, পুলিশ এবং ডিএই-কে দেশের বিভিন্ন জেলার শ্রমিকদের সাথে জড়িত ধান কাটার নির্দেশনা দিয়েছিলেন,  তিনি আরও যোগ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শ্রমিকরা সুনামগঞ্জ গাইবান্ধা থেকে বোরো ধান কাটতে পাঠানো হচ্ছিল, তিনি উল্লেখ করেন।  পরে, হুইপ এখান থেকে শ্রমিক প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানায় এবং শ্রমিকদের বাস থেকে নেমে দেখে।
জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ডিএইর উপ-পরিচালক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে ৪০ টি এগ্রি শ্রমিকের একটি বাস প্রশাসন ও ডিএইর পরিচালনায় হাইওর অঞ্চলে ধান কাটতে এখান থেকে সুনামগঞ্জ গিয়েছিল। উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান জানান, এটি নিয়ে সদর উপজেলা থেকে ধান কাটতে মোট ৯২ জন শ্রমিককে হাওর অঞ্চলে প্রেরণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...