
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কাল মঙ্গলবার বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা হরিরামপুরে ৫০টি পরিবারের মাঝে এক সপ্তাহ চলার উপযোগী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক লিটার তেল, আধা কেজি লবন, এক কেজি পেঁয়াজ ও একটি সাবান।
গোবিন্দগঞ্জ সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রকৌশলী হাসান মোস্তফা চৌধুরী রবি এবং যুগ্ম আহবায়ক আলআমিন সরকারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সৌরভ সাহা,কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল সুমন,সমিতির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু খালিদ বিপ্লব,সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান জয় প্রমুখ।